আমি স্বপ্ন দেখিনা তোমাকে পাবার,
তাই জাগে ব্যথা আহত হৃদয়ে আবার,
যে নদীতে দিনকে দিন হতে পারাপার,
সে নদীটি শুকিয়ে গেল শূন্যের মাঝার।


শূন্যকে আমি পূর্ণ ভেবেছি আকঁড়ে
ধরেছিলাম যখন,
শূন্য আমার পূর্ণ হলো না ধন্য হয়েছে  
কেড়ে নিয়ে জীবন।


কন্ঠ আমার বন্ধ হলো,
কবিতা তার পাঠক হারালো,
প্রেমের বাতি বন্ধ হলো,
অকারণে কে কাঁদলো,
কি আসে যায় তাতে,
যে মেঘ ঝরে যেতে চায়,
তাকে কে আর থামায় প্রাতে।