নদীদের এই অবস্থার দাম দিবে কি
তোমাদের কোম্পানি,
হঠাৎ জীবনের অদল বদলে,
তোমরা গাইছো সদলবলে,
নব জীবনের জয়গানে উচ্ছ্বসিত
এক নাগরিক বাহিনী।


জানোই তো, খালে খাল সংযুক্ত,
খাল পড়ে নদীতে, নদী নদী মিলে,
খালে খালে বিলে,সমুদ্রে পতিত,
অবিরল জল ধারায় ঝলমলে
প্রাণিদের কাহিনি ।


আমায় ফিরিয়ে দিবে কি
বিস্তীর্ণ নদীতীরে শৈশবে আঁকা
ছোট্ট হাতেদের স্মৃতি ,
ফলিত লাউ,
তরতাজা বোয়ালমাছে মনোমুগ্ধকর
দুপুরের এক রান্না?
আমাকে ফিরিয়ে দিবে কি?