পৃথিবীর সব ব্যর্থ মানুষের দল,
সেদিন করেছিল কোন্দল,
এই পথে যেতে যেতে হায়
তারা ছিল নিরুপায়,নিরুদ্দেশ,
পিছু পিছু হেঁটে ছিল,
কে জানি গান গেয়ে ছিল
বৃত্ত ভাঙবে বলে।
সমস্বরে ডেকে ছিল কত কাক,
কে জানি বলেছিল ডেকে,
তারা মরেছে,
আমরাও মরবো একে একে
দুঃখ সুখের মিতালির ভেতর
স্বপ্ন যেন বৃত্তাকার বোতল।