কাঁদবে আমার রাতের আকাশ,
আমি চাঁদের সাথে সারারাতি,
দেখা হবে,কথা হবে,এইবার
তবে জ্যোৎস্না নিয়ে মাতি।


চাঁদের পাশে ঐ আকাশে
ঝিকিমিকি জ্বলে একটা তারা।
জোনাক মেয়ে,
আমি তো আকুল,পাগলপারা।


জোনাক মেয়ে,আমি তার হয়ে
তোমার কাছে চলে যাই,
আমার হৃদয়ের এত ভালোবাসা
তোমায় ঘিরে সর্বদাই।


পটভূমি নেই তাইতো হঠাৎ,
করলে আমার হৃদয় মাত,
উত্থান-পতন-আন্দোলনে,
আমি কি আর করতে পারি
প্রতিবাদ? মনটা যে মোর
চুল সম তার জারুল বনে।


(২০১৮)