হতে পারে তুমি এখন  
তাদের কাছে শিউলি ফুলের আলােড়নে
নতুন কবিতা শুনতে চেয়েছ।


হতে পারে তুমি এখন বেলাশেষের টানে
নীড়ে ফেরা পাখিটার মতাে উড়তে চেয়েছ।


হতে পারে তুমি এখন নতুন সজ্জায়
সুসজ্জিত ছােট্ট বালিকা,
হতে পারে তুমি এখন ফুটে ওঠা ফুলের
ঘ্রাণে বিমােহিত অপরূপ মল্লিকা।


হতে পারে তুমি এখন বিষন্ন মনে
নদীটির দিকে তাকিয়ে বলেছিলে,
তুমি চলে যাও ঐ নদীটির তীরে,
স্মৃতির পাতায় সব সৃষ্টিকে ঘিরে,
বয়ে চলা যার,সে নদীটি ছিল শুধু
যে আমার।


হতে পারে তুমি এখন বিষণ্ণ মনে
আবারও আগের মতাে
নদীটির তীরে তার সাথে কথা
বলেছিলে,
এই গােধূলিবেলায় কার কথা পড়ে মনে,
বাতাসে ভেসে আসা কদম ফুলের ঘ্রাণে,
আমার নদীটি মরে গেছে আজ,
তােমার নদীটি ভরেছে বাণে।


হতে পারে তুমি এখন দুঃখ বেদনা ভুলে
তাকে আহ্বান করেছিলে আপন মনে
এভাবে:
তুমি ফিরে এসাে, ভালােবেসাে এই
ধরণীটিরে,
ফুল গুলাে যে শুকিয়ে মরা
বিষাদে যে হৃদয় ভরা,
ভরা গাঙ স্রোতহীন,
কবে কে যায় মরে।