কৃতিকা,
আমাকে ভালোবাসার জন্য কি তোমার
একটু সময় হবে?
মননের দূর সমুদ্র থেকে তুলে আনবে কি
ফুল?
কান্নার বৃষ্টি হবে না জেনেও কি এই প্রেম
বরফ হবে না? জমবে না ব্যাকুল?
নির্ভুল নিয়তির কাছে কোনো উত্তর
বলবে না কি সে!
অন্ধকার পৃথিবীতে প্রেম যে যায় মিশে।


অতঃপর এই দেহ পড়ে রবে ধূলোর প্রাচীরে,
অতঃপর এই মন ছিন্ন ভিন্ন হয়ে যাবে।
তবুও জানি তুমি  আসবে না,
তবুও জানি তুমি ভালোবাসবে না,
এই আমার নিয়তি আটকে পড়েছি জটিল জালে।