কৃতিকা,
তোমাকে কতবার ভালোবাসি বলি,
তবুও সে বলা ভালোবাসা নয়,
বানোয়াট কথা যেমন হাদিস নয়,
বুঝলে তুমি?
নূপুর নিক্কণে যেমন কাঁপে না ভূমি!
তাই ভূমিকম্প এলে,
আঁকড়ে ধরবো কিসে?
লেখার হাত সেই কবে
কেটে গেছে।
তবুও তো মুখে মুখে রচিত এই কাব্যকলি।


দিনশেষে,
এভাবেই ঘরে ফেরার দাবি আমাদের,
এভাবেই স্বপ্ন দেখার দাবি আমাদের,
কখনো ভেবে দেখেছো,
তবুও তো সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে
সূর্যছোঁয়ার প্রতিজ্ঞায় নেমেছো।