মিথ্যাবাদী,
মিথ্যে কথা কেন বলো তুমি,
তোমার দহনে অসহনীয়, আমার ঐ ভূমি।


পূর্ন ভুমি
শূন্য করেছো,
খান খান করেছো ধরা।


আমার কাছে
আষাঢ়ে গল্প বলা
যেন ধরাকে সরা জ্ঞান করা।


ভেবেছো
তুমি পেয়ে যাবে পার?
ছিন্ন মস্তক সন্তান বারবার,
ভাবোনি করবে প্রতিবাদ, আছো যদ্দিন?