ছায়া কি জানে স্মৃতির চোখ কালো?
মর্মে মুখর যে প্রেম,সে কি নয় ভালো?


স্বপ্ন এক,ঝুলন্ত একই স্কুল,
বারান্দা বিরিজ,
বুকের পিন্জিরায় বুনে যায়
প্রেম বৃক্ষের বীজ।


সে সমুদ্র পাড়ি দিতে আসে
সশস্ত্র  নাবিকদল,
হারিয়ে যায় জাহাজ নিয়ে,
মৃত্যুমুখে সমুদ্র শতদল।


সে সমুদ্রে কোনো সিনবাদ নেই,
অসীম ক্ষুধা নিয়ে ঘুরছে নিষ্পাপ হাঙর,
ডুবে যাওয়া টাইনিক বুক নিয়ে
সে ও কি বাস করে তার  মহান নগর?