সবুজ চাদর মেলে দিতে না দিতেই,
অচেনা বাতাসে কার গন্ধ ভাসে,
দেখি,বিছানায় বসে দাদু যে আমার
তারার মতন মিটমিটিয়ে হাসে।


সে হাসি আজ আর নেই,
শুধু অশ্রু ছাড়া,
সে বিছানা আজো আছে,
আমার দাদুর নেইকো সাড়া।


কবরে শায়িত তনু তার,
ঢাকা পড়ে গুড়ো মাটির অন্তরালে,
সে হাসি আজ দাবিয়ে দিয়েছে
মৃত্যু তার করুণ ছোবলে।


শিমুল ফুল ফুটেছিল সেদিন,
আকাশে তার ব্যর্থ প্রতিধ্বনি,
আমার দাদুর মৃত্যু ইশারা সে যেন,
গহীনে বাজায় বীণ।


বট বৃক্ষের বলিষ্ঠ ছায়ায়,
সেদিন সেজেছিল আকাশের কায়া,
আমার দাদু রেখে গিয়েছে
শুধু তার অনন্ত মায়া।


খেজুর বৃক্ষের কাঁটায় কাঁটায়,
সেদিন সে যেন অব্যক্ত আর্তনাদ,
মেহেগুণি বন মেলে ছিল ফাগুনের ডানা,
আমার দাদুর অনন্ত আগামী আশীর্বাদ।