আকাশে মুখ করে মোষেরা দাঁড়ায়,
স্পর্শ করে পা ঘাসের বুকে, মাড়ায়
বারবার হয়তোবা সুখে, লেজের
লোমেতে বসেছে এক মাছি তার,
তাকে তাড়াতে বারবার এপার ওপার
দেয় একটু একটু নেড়ে,
মাছি উড়ে এসে জোরে
বসে আছে তার অনাকাঙ্ক্ষিত শরীরে,
কালো চামড়ায় যেখানে ক্ষত
পঁচন ধরে গেছে হয়তোবা তার, সে তো
নত না হলে মাছি কি আর বসত
তার বিশাল শরীরের উপর। অতঃপর,
নীরবে সয়ে যাবে নাকি ডাকবে তার
মালিকে? ভাবছে সে।