২৪
অবশেষে একদিন
মরে যাবো,মাটি হবো আমি।
মস্তিষ্কের ভেতরে মন আর
বুকের বামপাশটা মিশে যাবে,
আত্মাটি হারিয়ে যাবে আমার, ব্যাকটেরিয়াগুলো আমাকে খাবে,
বৃক্ষ গুলোর আহার্য হবো আমি,
এই আমাদের নিয়তি,
তুমি অস্বীকার করতে পারবে না।


২৫
হৃদয়টা ঝাঁজরা হয়ে গেছে,
আর বল্লম ছোড়ো না।
মস্তিষ্কের ভেতরে মন
আর মনের ভেতরে কাল্পনিক হাত,
থামাও তোমার যুদ্ধ অথবা সংঘাত,
তবুও এই হৃদয় থেকে একটুও নড়ো না।


২৬
মন থাকে মস্তিষ্কের ভেতর,
মিথ্যে বুকের বাম পাশটা।
ঘুমিয়ে থাকা স্নায়ুর নিউরনে,
তুমি দাফন করে দিও লাশটা।