সোনার নৌকা যায় বিফলে,
আমি তাই যাই হেঁটে জলে,
ইচ্ছে করে জলপরীটা
উঠেছে হেলেদুলে,
সোনার নৌকা যায় বিফলে।



ডুবে গেল সে চাঁদ মায়াবী নদীর তীরে,
ভাবুক মন হলো বরবাদ হৃদয় গভীরে।



আমি চলে যাওয়ার পর
ভাবনার ট্রেনগুলি কি
ঝকঝক করে চলবে না,
তবে কি হারানো সময়,
তুমিও ভাবনার মতো
আর আসবে না?



আমার জাহাজের পাশে
সাঁতার কাটে সাইরেন,
ঘুমন্ত নাবিকদল ডুবে গেল জলে,
আমারেও নিতে চায় ছলে ও কৌশলে,
মোহমুগ্ধ আমি যে এক
অভাগা পথিক প্রাণ।


১০
কবিতা লিখতে লিখতে কবি কি ক্লান্ত?
ও প্রিয় অসুখ! পি পজিটিভ যে রক্ত।