যেখানে পৃথিবীর সব মধ্যবিত্ত প্রাণ নীরব,
সৌন্দর্য তোমার আবর্তন নিয়ত অভিনব।


আমার চেতনা দ্বার স্পর্শ করে যাও তুমি,
দ্বন্দ্বে ও ছন্দে অবহেলা আনন্দে থামি
চলেছো কোথায় কোন সে দূরে,
ছন্দহীন প্রাণ মম অকাতরে
বলেছিল সেদিন,তব চোখে
বসন্ত হয়েছে মলিন।


হঠাৎ পৃথিবীর ইতিহাস ফেড়ে উঠেছে মহাকালের ঘোড়া,ধূলিসাৎ হয়ে গেছে কত বাদশাহী মসনদ,যুদ্ধ ও প্রেম যদিও হয় বা দুই মেরু দুই নদ,তবুও এই ভালোবাসা কি রবে না কাগজে মোড়া?


সেদিন কোনো এক নিষিদ্ধ বিকেলে
পৃথিবীর মধ্যবিত্তরা সব জড়ো হয়েছিল
একসাথে, কোলাহলে বিরক্ত ভিতর
বলেছিল,তার চোখে বসন্ত ছিল,
তার চোখে বসন্ত ছিল।