নিয়ত লিখেছি গান,
লেখা হয় প্রতিনিয়ত যা,
ভুগবে তুমি মৃত্তিকার মতো,
অপরিমেয় সাজা।


আমার গানের প্রতিটি সুর
রক্তবিন্দু হয়ে উড়ে আজ,
যেমন করে পড়ে থাকো
তুমি আর তোমার সুবিশাল সমাজ
বিস্মৃতির অন্তরালে,
আমি কি আবার গান গাইতে পারি,
নিজের খেয়ালে?