তুমি কি জানো না,
চিরদিন মানুষ রয় না বেঁচে,
পুরনো আবেগের নকশিকাঁথায়
বন্দি মানুষগুলো কি এখনো আছে?


বেঁচে থাকার প্রয়োজন ছিল,
তাই তারা থেকেছিল
সেজেগুজে একসাথে।
তারপর শুনেছিল,বসেছিল হাতে হাত রেখে,
মানুষের অবাক কাহিনীর পদ্ম ফুটছিল মুখে,
গোলাপের পাশে,জানালাতে
এক চাঁদ উঠেছিল,
পূর্নিমা হেসেছিল,
তারাগুলো ঝিকিমিকি,
একসাথে অনুরাগে।


তারপর এলো সে,কেউ কাহারও নয়,
কুড়ে কুড়ে খায় যার বর্ণহীন হৃদয়,
তবুও হেসে বিষদাঁত গলে গলে টলে
বলেছিল,
ভালো থেকো প্রতিশোধে,
বেঁচে থাকা ইচ্ছের স্বাদে।