আমরা পথশিশু,
সারাটাদিন অনাহারে কাটাই,
রাস্তাটাতো আমাদের রাতের বাড়ি,
দিনে সারাটা শহর বেড়াই।



ঐ মাঠে ফাগুনের হাওয়া,
ঐ মাঠে উড়ে প্রজাপতি,
ঐখানে ভিখারির চাওয়া,
ঘরে নেই আনাজপাতি।



রাত পোহালে কি
চুলোয় আগুন জ্বলবে না,
তবে কি মা আর রাত পোহাবে না।