সকাল শেষে দুপুর হলো,
দুপুর শেষে রাত।
বিকেলের কথা গেলাম ভুলে,
লাগলো মনে আঘাত।


আঘাত নিয়ে ফিরলাম বাড়ি
ভাঙাচোরা ঘর।
প্রাচীর পুড়ে ছাই হয়েছে
দোয়ার পুড়ে ঝরঝর।


হঠাৎ দেখি ওমা একি
বই পুড়েছে সব।
লাগলো মনে অনেক ব্যথা
বাড়ির পাশে কলরব।


আমার চোখে নেই তো ঘুম,
ভীষণ অন্ধকার,
আগবাড়িয়ে লাভ কি বলে
কাহিনিটা যে আমার।