প্রণয় ১৭


একটি মেয়ে মিষ্টি ভীষণ,
মিষ্টি তাহার হাসির ধরণ,
চোখ দুটো তার কাজল কালো,
আমার কেন লাগছে ভালো?
লোকে আজ বলছে পাগল,
হাতে পায়ে দিচ্ছে শিকল,
বলছে ভালো,মন্দ কি সে,
হৃদয় মাঝে যাচ্ছে ফেঁসে
নিজের কারণ।


প্রণয় ১৮


আমি ভালােবাসতে বাসতে বাঁচি,
তােমার কাছাকাছি,
স্বপ্ন দেখার মতাে করে
তােমাকেই নিয়ে আছি।
তােমার কথা পড়ছে মনে সন্ধ্যাবেলা,
থামিয়ে দিলাম হঠাৎ করে সকল খেলা,
বেলা-অবেলায় রাগ করে তাই
ইচ্ছে করেই নাচি,
আমি ভালােবাসতে বাসতে বাঁচি।