সে আসেনি তো ওদিক হতে,
সে ভালোবাসেনি তো নিজের মতে,
আমার কবিতার বাঁকে বাঁকে,
তার ছবি এঁকে এঁকে
ফিরছি আবার নিজেরই পথে,
আমার এই গানের সুর,
কেবলই বিভোর
তার টানে,
সে যে আসে একা একা,
পথে তার একটু দেখা
যদি পেতাম নিজের চোখে,
শোনে তার ভরে যেত মন,
যেমন করে আসে সে ফাগুন,
আপনাতে রচিল আপন সে ফুলের মালা,
সাজাও প্রিয়,রেখো না তো পথ রুদ্ধ করে,
যেমন করে লেগেছে আগুন
প্রণয়ের নাম ধরে,
এক জীবনের শেষ ভরসারই তো পালা।