আমার স্বপ্ন দেখা বারণ,
তোমার ঘুমিয়ে পড়া বিজ্ঞাপন,
ঝুলে আছে আজ অকারণ ঝাউশাখে।


তোমায়
ভালোবাসলে
লোকে বলে মন্দ,
থেমে যায়
থমথম
জীবনের ছন্দ।


সৃষ্টি সাগরে,
হৃদয় পাহাড়ে,
অকারণ কম্পন,
আজীবন ধরে রেখে,
চলেছো কোথায়?
কোন সে দূর?
সৃষ্টি সাগর চূর্ণ চুর,
পদ্মরাগে লক্ষী বসে
গৃহস্থেরই পান্না হুর।