তোমায় ভালোবাসি বলে,
কতবার স্বপ্ন দেখার স্বাদ জাগে,
বিকেলের আলোয় কতদিন হলো
তুমি স্বপ্ন দেখো না আমাদের নিয়ে।


একি অন্যরকম নেশা নয়,
অজানা ভবিষ্যৎের আগন্তুকের ভয়,
তুমি কি খুঁজে পাও কখনো মনে,
স্বপ্ন সুপ্ত এখন ইতিহাস উদ্যানে,
উৎফুল্ল রজনী আমাদের ঘর সংসারে,
হঠাৎ কাকেরা ডেকে উঠে সমস্বরে,
বিপদ ঘনিয়ে আসে উদ্যম সংকেতে,
ভেঙে পড়ে বৃহৎ ছায়ারা সদল বলে।


অতঃপর তোমার কায়ার মায়ার সঙ্গীতে,
আমি আজীবন খুঁজি নিজেকে বিলিয়ে,
অবিনশ্বর জীবনের প্রতীক্ষায় ঈশ্বরের রক্তাক্ত হাতে।