রিকশাওয়ালা, রিকশাওয়ালা,
কোথায় তোমার বাড়ি?
রিকশাওয়ালা, রিকশাওয়ালা,
তুমি কি ভাই অনাহারী!


শীতের দিনে নিত্য তোমার
খালি যে ঐ গা,
সবাই যখন ঘুমিয়ে পরে
তখন তোমার জাগা।


মাঝে মাঝে শুনি তোমার
কষ্টে ভরা গান,
ভাবি আমি কখন হবে
তোমার কষ্টের আসান।


দোয়া করো আমরা যেন
আর না হই নিচু,
আমরা যেন হতে পারি
মানবতার কিছু।


মানবতার অনেক গল্প
পারি বটে,
আমলে ধারি না ধার।
এমন করে আর
কতকাল
জমবে পাপের পাহাড়।


এখন নতুন সময় এসেছে
শুধরে নিবার পালা,
তারপরও কি তুমি খুশি হবে না
ও ভাই রিকশাওয়ালা!