ষোলই ডিসেম্বরে
আমার ভাইয়েরা ঘরে ফিরে
আসে রক্তাক্ত শরীরে।


বাংলা মা আমার ডাকে,
আয় বাবা  আয় ঘরে ফিরে,
এখন ও মাটির ঘ্রাণ লেগে থাকে
আমাদের শরীরে।


রক্তের কালো ক্ষত চিহ্নরা যায় মুছে,
এখন আমার দেশের পতাকা
চোখের সামনে ভাসে।
এখনও উড়ায় বালকেরা,
আকাঁবাকা মেঠোপথে।


ধানক্ষেত ছুঁয়ে দিয়ে,
এখনও পশ্চিমে নড়ে নদের চাঁদ,
মনে হয় যেন সব বরবাদ হয়ে যাবে,
স্বাধীনতা পাওয়া না পাওয়ার ক্ষোভে।