তামু,
এই যে দেখো ছোট্ট সিঁড়ি,
আস্তে করে নামো।


সিঁড়ির গায়ে পিঁপড়ে অনেক
তিরিং বিড়িং ছুটে,
একটা দুটা লাফিয়ে হঠাৎ
পায়ের উপর উঠে।


আস্তে করে নামাও পা,
জুতো জোড়া না
যেন ছিড়ে,
তিরিং বিড়িং লাফাবে না
আর,
বলবো তাদের তোমার কাছে না
যেন ভিড়ে।


এখন তুমি দিবে পাড়ি সুন্দর সেই মাঠ,
বয়স তখন যাবে বেড়ে মনে হবে ষাট,
বয়স তোমার বাড়বে যত,
মানুষ হবে মনের মতো,
সুন্দরে ঐ বাড়াবে পা, হবে না তো বিভ্রাট?