ভালোবাসা, তুমি কার,
যেখানে ঘুমায় কামার কুমার,
সেখানে কি আছো তুমি?
ঝরছে দ্রোহের বৃষ্টি
বর্ষিত কবিতা ও গানে,
তুমিও গাইছো হেসে।
ডেকে নিয়ে এসে,
"পৃথিবীটা তার।"
বলছো বারংবার।


"ভালোবেসে,
আমি আর
আসবোনা,
প্রিয়তমা,
এই নীল আকাশ,
এই নীল দিগন্ত,
একান্তই তোমার।"