১৪১
নিঃসঙ্গ বকের মতো চেয়ে থাকি একাকী,
তুমি কি আমায় ডেকেছো কখনো পাখি?


১৪২
ভালোবেসে কি পেয়েছি
তোমার দেওয়া দুঃখ ছাড়া,
বললে তুমি হাতটা ধরে
চাঁদের তুমি শোক তারা।


১৪৩
কবিতা লেখার
প্রতিভা নষ্ট হয়ে গেছে,
কল্পনায় নষ্ট ট্রাফিক জ্যাম
অতঃপর তোমার মুখ মলিন হয়েছে,
কেন বেদনায় পরিপূর্ণ আমাদের প্রেম?