১৪৪
রাত জেগে জেগে লাভ কি বলো,
দুঃখ গুলো কি আর সঙ্গী হলো?
তোমায় নিয়ে লেখা যত কবিতা ছিল,
সবকিছুই আমার ভুলের কারণ হলো।


১৪৫
মৃত্যুর বাতাস
লেগেছে আজ মড়কের শেষে,
তবু নিশ্বাস ফেলি তোমায় ভালোবেসে।


১৪৬
আমি আর প্রেমের কবিতা
লিখতে পারিনা সুন্দরী,
ক্ষণে ক্ষণে আয়োজনে,
কেন করে নিতে মন চুরি?


১৪৭
তোমার কালো চুল অতুল, অতুল
করেছে আমার মন অথৈ ব্যাকুল,
তোমার দেহ রং শ্বেত শুভ্র গড়ন,
করেছে আমার মন এমনই দহন।


তোমার কালো চুল, গানের বুলবুল
হারিয়েছে পথ, পথ ভোলা।
জাগ্রত কবি হলো না তো আদৃত
এমনই মন ভোলা।