১৪৮
আমাদের প্রেম ভাবনায়,
তুমি এক মধ্যবিত্ত স্বপ্নের রং।


১৪৯
কেঁদে কেঁদে লাভ কি হলো ?
অন্ধকার আকাশ,
একাকি জ্বলছে
জোনাকির
আলো।


তবু তারে পাওয়ার আশায়,
কেন ভাসে এই মন
হতাশায়।
বলো?


১৫০
বুকের ভেতর
জমে থাকা কষ্ট গুলো,
তোমার কবরের শ্যাওলা হলো,
নির্জনতা জ্ঞান হারালো,
বিষণ্ণতায় ছেঁয়ে গেলো,
জীবন কি তোমার পূর্ণ হলো?