১৭১
তোমার হাসি কতই না ভালো লাগে,
মনে হয় যেন তুমি কত আপন
এই জীবনে শুধু তোমাকেই লাগে,
অবেলায় শুধু তুমি প্রয়োজন।

১৭২
তোমার হাসি মায়া ছড়ানো,
তোমার চুলে উত্তাপ,
এই জীবনে তুমি হও আপন,
এই হোক অভিশাপ।

১৭৩
তোমার গালের তিলটি কেন
করে এতো আয়োজন,
এক জীবনে বধূ আমার
শুধু তোমাকেই প্রয়োজন।