৩১
কত প্রেমিক কত দিক থেকে আসে,
আমার ভালোবাসা, কেবল তোমার পাশে।


৩২
আমি স্বপ্নকে স্বপ্ন বলিনি,
বলিনি চমৎকার,
তবুও নিয়তি নিতান্তই সত্য,
সত্য সে প্রেম আমার।


৩৩
কথা গুলো অল্প ছিল,
তাই তো তুমি গল্প হলে,
নিয়তি আমাকে কাঁদায়
তোমার রংমহলে।


৩৪
আমি আজ কবিতা লিখি,
তাই অঙ্কুরিত বেদনা গুলো,
হঠাৎ বিস্বাদে ফুটে ওঠে
বিস্ময়ে, অব্যক্ত পাপে
আকাশের দিকে
তাকানোর মতো আমি আহত।


৩৫
আমি যাকে ভালোবাসি,
সে পাখিটির ডানায় প্রকৃতির স্পন্দন।
তাই সব প্রেম উবে গেলে পরে,
নিজেকে হারাতে ইচ্ছে করে,
আবার ফিরে পেতে চায় তার ধরণী,
তার কাছে আর কতবার হবো ঋণি? শুনি?