৫১
আমি কি তোমায়
ভালো না বেসে থাকতে পারি?
অপূর্ব চোখ নিয়ে এসেছে সে,
নীল সমুদ্রের নারী।


৫২
প্রেমে পড়া অন্যায় যে বড়ো,
তবুও মন কেন প্রেমে পড়?
এক মানবীর বিষাক্ত প্রেমে
ক্ষত-বিক্ষত মানব শরীর।


৫৩
আমাকে ভালোবেসে বলেছে সে,
"কবিতা ভালােবাসেন ?"
আমিতাে বলেছি," বাসবাে ভালাে,
যদি না আপনি লিখতেন।"


৫৪
সবাই আমায় গাল দিয়েছে
চিঠি লেখার শাপে,
ওগাে প্রিয়,বাসতে যদি ভালো
ক্ষ্যন্ত দিতাম পুরান পাপে।


৫৫
আমাকে দুঃখ দিয়ে তুমি
কতটুকু মজা পাও,
দুঃখ যা ছিল সব কিছু তাে
তােমার ভেতর উধাও।
তােমার প্রেম দিনকে দিন হিংস্রতর
আমার বুকে পাথর চাপা,
সব বেদনার ঔষধ আছে,
প্রেম বেদনা যায় না মাপা।