৬৬
আমার প্রেম!সে কথা সবাই জানে,
তুমি তাে ভাবানুবাদ করােনি।
সব কিছু তাে বিলিয়ে দিলাম
তারপরও কেন আসােনি?


৬৭
তােমায় ভালােবাসে ছাড়লাম ঘর,
বিলিয়ে দিয়েছি দেশ,
তােমায় ভালােবেসে
ভুলেছি শহর,আমি যে নিরুদ্দেশ!


৬৮
তুমি হয়তাে ভাবছাে মিথ্যে বলছি
প্রতিনিয়ত সীমাহীন,
আমার ভালােবাসা গুমরে মরছে!
মৃত্যু কি নয় স্বাধীন?


এই যদি হয় নিয়তি মােদের,
হঠাৎ জন্ম হঠাৎ বিলীন,
এত ভালােবাসা রাখবাে কোথায় বলাে,
এই দেহ মন বড়ই ক্লান্ত, ক্লান্ত সীমাহীন।


৬৯
তােমার জন্য রাত্রি,
তােমার জন্য বিকেল।
তােমার জন্য দিনের আলাে,
রংধনু রঙ মিশেল।


৭০
মানুষ মরে গেলে  
মন তার কোথায় চলে যায়,
ভালােবাসা,
তােমাকে শুধালাম বৃথাই।


মরণে স্মরণে স্মৃতির পাখিরা
উড়বে কি আকাশে,
আমার হৃদয় পড়ে আছে তার
অশরীরী শরীরের পাশে।