৮৬
ভালোবাসা কেন একটু একটু করে,
ডাক দিয়ে ফিরে যায় বর্ধিত স্বরে?
সুখ ও স্মৃতিগুলো যেন নদীর মতো,
ডুবিয়ে দিয়ে যায় সব পুরনো ক্ষত।
ভাঙা-গড়ার এই আমাদের জীবনে,
কেন সমাপ্তি নিয়ে আসো মরণে?
এই যদি হয় তবে
আবার কাব্য হোক,
মায়াবতী,মায়াবতী,
ভালোবাসা অমর হোক।


৮৭
তােমায় দেখতে লাগে কতই না সুন্দর,
কি অপূর্ব তুমি মায়া মনােহর।
কি যে মায়া লাগে তােমায় নারী,
সে কথা যদি না বলিতে পারি,
তােমার প্রেম সে কি নেশার মতাে,
দূর করে দিবে সব পুরনাে ক্ষত।
এই আমার ভালােবাসার উড়ন্ত চিঠি,
কতই না সুন্দর আমার সহপাঠী।