রাস্তা দেখো কাঁদছে ভীষণ
বুক ভরা তার লাশে,
হীরক রাজার মন্ত্রী তখন
দাঁত কেলিয়ে হাসে।


রাষ্ট্রযন্ত্র হয়েছে বিকল
দেখার কেউ নাই?
ঐ যে দেখ মেরামতে
আমার কিশোর ভাই।


যন্ত্রদানব আর যেন না
হত্যা করে পিষে।
লাইসেন্স ছাড়া পুলিশ
মুখ লুকাবে কিসে?


দেয়ালে যখন পিঠ ঠেকে যায়
আগুন ঝরে চোখে,
কৈশোরের ক্ষোভের আবেগ
চিবিয়ে খাবে তোকে।


"দেখছি আমরা দেখছি আমরা"
অনেক হয়েছে ভাই।
শোন বলছে সারাটা দেশ
"আমরা বিচার চাই"।


-মিনহাজ উদ্দিন শিবলী
০২/০৮/২০১৮