মৃত্যু জন্য আমার হয়নি থেমে যাওয়া-
সে-ই আমার জন্য থামল দেখিয়ে দয়া-
আমরা চড়ি তার সে রথে-
অমরত্ব হল সঙ্গী সে পথে।


চলছি ধীরে-জানা নাই তাড়াহুড়া
রেখে দেওয়ালো সে আমার দ্বারা
অবসর আর পরিশ্রম
ভদ্রতা নেই তো কম-


পেরোলাম বিদ্যালয়, যেথায় শিশুগণ
খেলছে বৃত্তে – যখন বিরতির ক্ষণ-
পেরিয়ে যাই শস্যক্ষেত্র-
আর অস্তমিতপ্রায় মিত্র-


অথবা- সেই আমাদের পেরিয়ে গেল বরং-
কাঁপায় শিশিরে আনা স্বচ্ছ শীতলতার রং-
আমার গাউন আর চাদর-
লূতাতন্তুর মত কাপড়-


থেমে গেলাম বাড়ির সামনে-দেখে আপাত
মনে হয় যেন ভূমি থেকে কিছুটা জাগ্রত-
ছাদ দৃশ্যমান সামান্য-
কার্নিস ভূমিতে ডোবান-


তারপর থেকে আজ কাটিয়ে বছর শত
তবুও অনুভূতি যেন একটি দিনের মত
চড়ে ঘোড়াটানা রথে-
ছুটছি অনন্তকালের পথে-


(Because I Could Not Stop for Death
-Emily Dickinson


ভাবানুবাদঃ মিনহাজ উদ্দিন শিবলী
২৪/০২/২০১৫ )