আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠি।
এ কী আমারই প্রতিবিম্ব!
কাঁচের জগতের ও পাশে দাঁড়িয়ে আছে যে,
তাকে আমি কী করে চিনব?


চোখ-মুখ-কান সবই আমার হুবহু-
তবুও সে মূর্তি আমি নই।
আপতনে আমি বাস্তব নাকি ঐ আয়নায়
প্রতিবিম্বের মাঝে আমি রই?


প্রতিবিম্ব একদৃষ্টে তাকিয়ে আমার দিকে-
তার চাহনিতে প্রচণ্ড ঘৃণা।
এও তো অসম্ভব নয়- সে ভাবে কেন
তার প্রতি আমার বিতৃষ্ণা।


আয়না জগতের পরাধীন অস্তিত্বগুলো মানে
বাস্তব জগতের ইচ্ছা-অনিচ্ছা।
আয়না জগৎই কি স্বাধীন?আমরাই নকল?
যতসব গাঁজাখুরি গল্প-কেচ্ছা।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৩/০৩/২০১৫