বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আঁধারে ঢাকে রাত আসি।
সেদিনও রাত এসেছিল, হিংস্র ভয়াল বিভীষিকার নিশি।
স্নিগ্ধ আলো আজ আকাশের বাঁকা চাঁদ-অজস্র তারার,
আলো ছিল, স্নিগ্ধ নয়, সে আলো বুলেটের ফুলকি ছোড়ার।
সে রাতে গর্জন করতে করতে এসেছিল জলপাই রঙের দৈত্য।
আজ রাতের আড্ডায়, 'স্রেফ একটা গণ্ডগোল' হয়ে যায় সত্য।
মার্চ করে আসে রক্তপিপাসু দানবেরা, মানবের রূপ ধরে
হত্যা-ধর্ষণ-ধ্বংসযজ্ঞ চালায়, বাঙালির রক্তের নেশার ঘোরে।
অবুঝ শিশুটি কোথাও যেত না, মায়ের শান্তির কোল ছেড়ে।
মায়ের সামনে দেবশিশুটিরে হত্যা করে দেয়ালে আছড়ে।
সন্তান এখন মাংসের পিণ্ড, শোকে পাথর স্তব্ধ মাতা,
নিস্তার নেই তারও, ঝাঁপিয়ে পড়ে দানব, ধুঁকে ধুঁকে মরে ধর্ষিতা।
বুড়িগঙ্গায় সে রাতে জল নয়, বয়ে যায় রক্ত আর মৃতদেহ।
আজকের স্নিগ্ধ রাতে সেসব স্মৃতি মনে কি করে কেহ?
অত্যাচারের নিষ্ঠুরতার সংজ্ঞার জন্ম হয়েছিল সে রাতে।
'ম্যারি মি আফ্রিদি' প্রজন্মের কি কিছুই আসে যায় না তাতে?
নরক কি বিভৎস 'অপারেশন সার্চলাইট' এর চেয়ে বেশি?
ভয়াল দুঃস্বপ্নের চেয়েও অচিন্ত্যনীয় ভয়াবহ বিভীষিকার নিশি।।


-মিনহাজ উদ্দিন শিবলী


২৫/০৩/২০১৫