দুঃখদের আজ দিলাম ছুটি;
আনন্দের দিন আসে।
মন খারাপেরা ভূমিতে লুটি
খিলখিলিয়ে হাসে।

অশ্রু ফেলার সময় আর কই?
চোখ ফেল মুছে-
খুশির সূর্য পুব আকাশে ঐ
অমানিশা যায় ঘুচে।



আনন্দ খুঁজে বেড়াই চারপাশে,
তারা বড় ক্ষুদ্র।
দুঃখরা পালিয়ে যায় দূর দেশে
দেখে খুশির রুদ্র।


হাসি আনন্দের চলে খুনসুটি-
আকাশে বাতাসে।
দুঃখদের আজ দিলাম ছুটি;
আনন্দের দিন আসে।


-মিনহাজ উদ্দিন শিবলী


২৪/০৩/২০১৫