দখিন দেয়ালে ছাদ থেকে প্রায় দু ফুট
নিচে লাগানো ঘড়ির নিচ থেকে দেয় ছুট-
একটি টিকটিকি।


ঘড়িটা সময় দিচ্ছে না আজ প্রায় দু মাস
ধরে,তোমরা বলছ ঘড়িটার সময় লাশ-
নাহ সে আছে ঠিকই।


সময় থেমে গেছে এ ঘড়িতে, তাই মনে
হয় যদিও; ঠিক সময় দেয় দুইবার দিনে-
কাঁটায় কাঁটায় তো নাকি?


সময়ের আগেও ছিল কি কিছু?কী বলে
পদার্থবিজ্ঞান?বিগ ব্যাং বোঝানোর ছলে
দিচ্ছে শুভঙ্কর ফাঁকি?


সময়কে দোষাও,দায়সারাভাবে সময় নষ্ট
বলে পার পেয়ে যাও, আসলে চিন্তায় ভ্রষ্ট
তুমি রবে উন্নাসিকই।


-মিনহাজ উদ্দিন শিবলী
০১/০৩/২০১৫