তুমি আমার সৌন্দর্যের পূজনীয় প্রতিমা।


তুমি আমার নেশা ধরানো সিগারেটের


জ্বলতে থাকা নিকোটিন ধুম্র কিংবা -


তুমি আমার ঘুম ভেঙেও চোখে লেগে থাকা মিষ্টি স্বপ্ন।


তুমি সকালের ঘুমকাতুর চোখে চায়ের কাপের সুবাসিত ধোঁয়া।


তুমি অন্ধকার সুরঙ্গের শেষ প্রান্তের আলোর রেখা।


তুমি আমার আশা জাগানোর আলোর শিখা।


তুমি আমার কাব্যের প্রিয় পঙক্তির চেয়ে বেশি ছন্দময়।


তুমি আমার শরতের কাশবনে বসে নীলাকাশে শুভ্র মেঘের আনাগোনা।


তুমি আমার হলুদ হিমুর কাছে পূর্ণিমা রাতে বনের গাছের ফাঁকে রূপালি চাঁদ।


তুমি প্রিয়তমা,আমার ঐশ্বরিক উপহার।



তুমি – তুমি- তুমি আমার শেষ আকুতি,


তুমিই শেষ আকাঙক্ষা।


- মিনহাজ উদ্দিন শিবলী।


০১/০৪/২০১৫


উৎসর্গঃ মেহনাজ জারিন