এখানে দাঁড়িয়ে আমরা বুঝি
তোরা আমজনতার না,
ইতিহাস ব্যর্থ চেষ্টা করছে।


তুই বিচার করার কে?
কী ভুল কী সঠিক?


যখন আমাদের পাহারাদার নেই,
মনে করি তোরা সম্মত হবি না


এ সহিংসতা প্রজাতির সহিংসতা;
মানুষ এবং অমানুষ প্রজাতির।


আমরা আমাদের নিজের পথ বের করি।
যদিও একে অন্যের বিদ্রোহী,
কিন্তু হয়তো তোরা উভয় একই
হিংস্র প্রজাতিতে পরিণত হয়েছিস।


এবং তাই অনেক পুড়িয়ে ফেলা হয়েছে।


তবে, বিপক্ষকে দায়ী করা হয়।


এখনো এই উর্বর জমি জুড়ে চোখে পড়ার মত
আমরা নতুন জীবনে জন্মগ্রহণ করব,
রক্তের দাগ মাটিতে পুঁতে,
রক্তপিপাসীদের মাটিতে পুঁতে।


-মিনহাজ উদ্দিন শিবলী
২২/০১/২০১৫