তোরা ফিরে যা তোদের তাত্ত্বিক জগতে!
কেন বারে বারে আসিস বাস্তবিক মর্ত্যে?
আমার তত্ত্বে রাজত্বে আমি একাই রাজা,
তত্ত্ব-বাস্তবতার যুদ্ধে লড়ে যাস কেন পাঞ্জা?
তোরা মেলাতে থাক তোদের জটিল সমীকরণ-
সমীকরণ সমাধানের একটাই সূত্র- মরণ।

তোর বা আমার ধ্বংসে মিলবে সমীকরণের মাত্রা।
“ঈশ্বর যে সময়ের ঊর্ধ্বে”,সময়ের সে পথেই যাত্রা।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৪/০৩/২০১৫