আঁধার খুব গাঢ়।


আবছা আলোর রেখা বাড়িয়ে দিল তা আরো।



এক মানবমূর্তি


ভয়হীন মনে হাঁটছে আঁধারে মনে খুব ফুর্তি।



বিশাল উর্ণনাভ-


পথের মাঝে দাঁড়িয়ে, খাদ্য পেলেই তার লাভ।



পদসংখ্যা অষ্ট।


মানবমূর্তি দৈত্যাকার পদের সবটি করল নষ্ট।



অতিকায় মশক।


মাথার সামনে বসানো তার চেয়েও বড় চোষক।



চোষকরূপী শুঁড়-


ধরে মানবমূর্তি দিল আছাড়, মশা ভেঙে চুরচুর।



কে চিৎকার দিল?


আরও দুটি মানবমূর্তি এগিয়ে বল্লম হাতে নিল।



হবে কে শিকার?


ভয়হীন মানবমূর্তি ভাবে-ক্ষতি কী হবে তার।



আমিই তো আঁধার।


আমাকেই বধিবার মত ব্যাধ আছে কে আর?



ভেঙে যায় স্বপন।


লিম্বো হতে বাস্তবতায় ফেরে মানবমূর্তি তখন।



কিন্তু হায় একি!


বাস্তবতায় কল্পের চেয়ে হাজারগুণে ফাঁকি।



ফিরে যায় স্বপ্নে।


মানবমূর্তি শান্তি খোঁজে অলীক লিম্বোর ভুবনে।



-মিনহাজ উদ্দিন শিবলী


১৫/০২/২০১৫