আঁধার চিরে আলোর ঝলক, উন্মাদ মেঘের গর্জন।


আকাশ ফেটে জল নেমেছে, পাগলা ঝড় আর বর্ষণ।


বাজছে মেঘের ডামাডোল, বাতাস আজ বড় উন্মাতাল।


ডাকছে আমায় বৃষ্টি ঝড়, প্রকৃতির মতই আমি বেসামাল।


আয় বেরিয়ে, আয় বাইরে, উড়ে চল এই ঝড়ে।


ভিজে যাই- বৃষ্টিধারা ছুঁয়ে যায় আমায় আলতো করে।


ধুয়ে যারে বৃষ্টি আমায়, মুছে দে আমার পাপ,


শুদ্ধ বর্ষণ স্নানে আমি লভি নবজন্ম নিষ্পাপ।


-মিনহাজ উদ্দিন শিবলী


০১/০৪/২০১৫