তোমার না বলা শব্দগুলো
দিয়ে আমার হৃদয় ছিঁড়ে ফেলো।
আগামীকালের মূহুর্ত হঠাৎ
ভাসিয়ে নিয়ে যায় স্রোত।
আমার কারণ দর্শানো না হয়
আর তোমার নেই সময়
উভয়ে করছি এমনই কিছুর অপেক্ষা
যার পাব না কভু দেখা।

দিগন্তের ঐ আলো
গতকাল আরও উজ্জ্বল ছিল।
ছায়ার উপর ভাসমান-
বিবর্ণ হতে থাকা আসমান।
বলেছিলে রবে চিরকালে;
বলেই চলে গেলে পিছলে।

এটাই বোধহয় সর্বশেষ
চূড়ান্ত ছদ্মবেশ।

আমি চেয়েছিলাম-
তোমার লুকানো তথ্য।
তুমি জানতে চাইলে
আমার না বলা যত সত্য।
আমি দেখি না কোন কারণ ক্ষমার-
পূজা কর না আমার পাপের প্রতীমার।
উভয়ে টিকিট কেটেছি সেই রেলে
যে আমাদের গেছে পেছনে ফেলে।

দিগন্তের ঐ আলো
গতকাল আরও উজ্জ্বল ছিল।
ছায়ার উপর ভাসমান-
বিবর্ণ হতে থাকা আসমান।
বলেছিলে রবে চিরকালে;
বলেই চলে গেলে পিছলে।


এটাই বোধহয় সর্বশেষ
চূড়ান্ত ছদ্মবেশ।


-(Final Masquerade- Linkin Park)
মিনহাজ উদ্দিন শিবলী (অনুদিত)
১৬/০৩/২০১৫