ঠিক সন্ধ্যেবেলা আকাশে করে খেলা নীল সাদা কমলা রং।


বেরোয় বাদুড়ের ঝাঁক,ঘরে ফেরে কাক; মেঘে মেঘে কত ঢং।


বিষন্ন এক সন্ধ্যায়, একা একা বারান্দায়, আমায় ঘিরে প্রকৃতি।


অদ্ভুত সান্ধ্য ঘোর, জাগায় দেয় মোর কত শত পুরানো স্মৃতি।


কত বেলা পার, পারিনা যে আর, ক্লান্তি আনে এ সাঁঝ।


উড়ছে দুটো পাখি, ঘরে ফেরা বাকি; পথ হারিয়েছে আজ?


সবে ঘরে ফেরে, এত মানুষের ভিড়ে আমি খুঁজি প্রিয়মুখ।


আমা হতে দূরে, তারা গেছে সরে, স্মৃতিতে জমা সুখ দুখ।


সন্ধ্যা শেষে রাতি, রাস্তা ধারে বাতি জ্বলে ওঠে দুবার প্রতিবাদে।


আকাশে তারা ক'টি, বারান্দা ছেড়ে উঠি, স্মৃতিরা ডুকরে কাঁদে।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৪/০৩/২০১৫