আমার কলম এখনও শক্তিশালী,
তারা আমার কলমকে ভয় পায়।
আমার লেখা তাদের আত্মা শুকিয়ে দেয়-
তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়।


আমার কিবোর্ডের প্রতিটা বোতামের চাপ
তাদের ধারালো চাপাতির চেয়ে বেশি।
এ চাপে পিষ্ট হবে, মিশে যাবে তাদের ভ্রান্ত বিশ্বাস,
জ্ঞানকে কখনও থামাতে পারে না পেশি।


আমার যুক্তির বিরুদ্ধে নামিস, যুক্তি নিয়ে নামিস।
যুক্তির বিরুদ্ধে বেমানান তোর গালাগালি।
অযৌক্তিক তত্ত্ব দিয়ে আমি চাই না,
তোর মত কুড়িয়ে পেতে সস্তা হাততালি।


আমার বিশ্বাস আমার অন্তরে থাকে,
তার খবর জানে শুধু বিধাতা।
আমার কলমের ভয়ে ভীত 'ধার্মিক'রা
কট্টর আস্তিক হয় করে মানুষ হত্যা।


সৃষ্টিকর্তা কার কলমের সৃষ্টিতে ভীত?
যেখানে তিনি নিজেই বেছে নিতে বলেন যুক্তি।
হত্যা, বিশৃঙ্খলা, হানাহানি করে অযৌক্তিক-
দলের সদস্যরা তুলে ধরে ঈশ্বর ভক্তি।


আমার কলমের ভয়ে ভীত অন্ধ বিশ্বাস
আপাতদৃষ্টে লভে নিয়েছে জয়।
ভীরু কাপুরুষের দল, ভুলেও ভুলিস না
যুক্তি ও সত্যের কখনও হয় না ক্ষয়।


-মিনহাজ উদ্দিন শিবলী
০২/০৪/২০১৫