তোমাদের কিছু নীতি গ্রহণের জন্য অর্থ অপচয়ে আমার কষ্ট।
যতক্ষণে গৃহীত হয় ততক্ষণে একজন আমি এর জীবন নষ্ট।
ওইসব উচ্চমার্গীয় বাক্যব্যয়- হা হা হা - বৃথারে পাগলা বৃথা।
কতশত ব্যাখ্যায় জর্জরিত কুরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা।
হাজারও শব্দ পরে আসা তোমার নীতির বাতাস পাশ দিয়ে যায় বয়ে।
ঘুণে ধরা সমাজের, অর্ধমৃত মনুষ্য সদৃশ প্রাণীর চামড়া খসে ক্ষয়ে।


অতঃপর সমাজের সকল নষ্ট ভ্রষ্ট কষ্ট আমার অধিকারে আসে,
আর সকল পবিত্র, পুণ্য, পঙ্কিলতা শূন্য সত্ত্বা তোমারে ভালবাসে।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৯/০৩/২০১৫