তোরা রাতে ঘুমাস কী করে?
একবারও দুঃস্বপ্ন আসে না ঘুমের ঘোরে?


মানুষগুলো পুড়তে পুড়তে মরে,
মানুষগুলো জ্বলে আর চিৎকার করে।


মানুষগুলোর গায়ে দগ্ধ ঘায়ের দাগ,
তোদের উপর জমে থাকে অনলসম রাগ।


মেরে ফেললি জ্যান্ত মানুষ
পেট্রোল বোমা মেরে।
তোরা রাতে ঘুমাস কী করে?


জনতার প্রতি কিসের এত ক্ষোভ?
নারে, তোদের মগজ ভর্তি ক্ষমতার লোভ।


তন্দ্রায় বিবেক তোর ঘুমিয়েই থাকে।
ক্ষমতায় যাবার সুখ স্বপ্ন বোধহয় আঁকে।


যে করেই হোক বসতে হবে
ক্ষমতার ওই চেয়ারে।
তোরা রাতে ঘুমাস কী করে?


"ঈশ্বর থাকেন ওই গ্রামে,ভদ্রপল্লিতে"
জনতা ডাকে, আসে যায় কিছু তাঁর তাতে?


হয়ত শোনে, দয়া নাকি তাঁর ম্যালা।
অধম বান্দা ভাবে,দয়ালের এ কী লীলা?


নীরো বাজায় বাঁশি-
ছাই হয়ে যায় রোম পুড়ে।
তোরা রাতে ঘুমাস কী করে?


একবারও দুঃস্বপ্ন আসে না ঘুমের ঘোরে?


-মিনহাজ উদ্দিন শিবলী
০৫/০২/২০১৫